১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার পরিচিত মুখ বাদল পাগল মারা গেছেন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ১৬, ২০২২
141
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গার পরিচিত মুখ বাদল পাগল মৃত্যুবরণ করেছেন ( ইন্না লিল্লাহি ----রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভূগছিলেন। গতকাল সোমবার বিকেলে তিনি মারা গেছেন।


মৃত বাদলের বড় ভাই জার্মান প্রবাসী রমজান আলী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। তার বাবা জিন্নাহ যুদ্ধকালীন পাকিস্তানী বাহিনির হাতে নিহত হন। বাদল নিজেও যুদ্ধে যোগ দেওয়ার জন্য ভারতে ট্রেইনিং-এ গিয়েছিলেন বলে জানা যায়। কিন্তু বয়স কম থাকায় তাকে ট্রেইনিং-এ অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তবে মুক্তিযোদ্ধাদের তিনি সহযোগিতা করেছেন বলে জানা যায়।


বাদল দীর্ঘ বছর ধরে মস্তিস্ক বিকৃতিতে ভূগছিলেন। দেশে আপন স্বজন বলতে কেউ ছিলেন না। দীর্ঘদিন ধরে তিনি আলমডাঙ্গা সরকারি কলেজের বারান্দায় বসবাস করতেন।


গতকাল রাত ৯টায় জানাযা শেষে আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram