আলমডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
আলমডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে সোমবার উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলার পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
সেমিনারে উপজেলা সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখিঁ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান, উপজেলা রিসোর্চ ইন্সটেক্টর জামাল হোসেন, বণিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন, সহসভাপতি কামরুজ্জামান হিরা।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, হাসানুজ্জামান সরোয়ার, মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গীর হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, ব্যবসায়ী শহিদুল ইসলাম, সুবল সাহা, অমল অধিকারী, সুব্রত সাহা বাবলু প্রমুখ।