আলমডাঙ্গার মাদারহুদা গ্রাম থেকে ১২ টি গাঁজা গাছসহ গাঁজা চাষী আব্দুস সুবহান আটক
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ১৩, ২০২২
149
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গার মাদারহুদা গ্রাম থেকে ১২ টি গাঁজা গাছসহ গাঁজা চাষী আব্দুস সুবহানকে আটক করেছে। ১২মে শুক্রবার বিকালে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা চাষী আব্দুস সোহবানকে আটক করে।
জানা গেছে, আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুস সোহবান(৪৫) দীর্ঘদিন ধরে মাদারহুদা জিকে ক্যানেলের ধারে কুঁড়েঘর নির্মাণ করে গাঁজা বিক্রি ও সেবন করে আসছিল।
কুঁড়ে ঘরের পাশের ক্যানেলের ঢালে সোহবান গাঁজা চাষ শুরু করে। গাঁজা চাষের বিষয়টি জানতে পেয়ে শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের এসআই রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদারহুদায় অভিযান পরিচালনা করে ।
অভিযান ১২টি গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ। এ সময় আটক করা হয় গাঁজা চাষী সোহবানকে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।