হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের টানা ৫ম বারের মতো দায়িত্ব গ্রহণ করলেন জিনারুল ইসলাম বিশ্বাস
হাটবোয়ালিয়া প্রতিনিধি:- আলমডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি সভাপতি, হাটবোয়ালিয়া বাজার কমিটির সভাপতি, জিনারুল ইসলাম বিশ্বাস দায়িত্ব গ্রহণ করেন।
বুধবার সকাল ১০ টার সময় হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস রুমে শুরুতেই জিনারুল ইসলাম বিশ্বাস চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সংগ্রামী বিপ্লবী সভাপতি চুয়াডাঙ্গা ১ আসনের বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ দক্ষিন পশ্চিম রনাঙ্গনের মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
এই সময় উপস্থিত ছিলেন কোÑঅপ্ট সদস্য আশরাফুজ্জামান নান্নু বিশ্বাস, শিক্ষক প্রতিনিধি শরিফুজ্জামান লাকী, কোরবান আলী, ওজিফা খাতুন, অভিভাবক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহসান হাবিব কালু, আবু নাসের লালু, নজরুল ইসলাম, এনামুল হক ও সদস্য সচিব হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ইয়াকুব আলী।