৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ১০, ২০২২
62
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ও মারপিটে কামাল হোসেনর নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। পুলিশ অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রেখেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ জেহালা এলাকার প্রতিজ্ঞা নার্সিং হোমের সামনে এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসনে(৬৪) আলমডাঙ্গা উপজেলার জেহালা গ্রামের মাঝেরপাড়ার মৃত জাহান আলির ছেলে।

জানা যায়, আলমডাঙ্গা হারদি বামানগর গ্রামের স্বাধীন বিয়ের পর থেকে শ্বশুড় বাড়ি জেহালা গ্রামের মোতাহার হোসেনের বাড়িতে থাকে। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে কয়েক বছর ধরে একই এলাকার কামাল হোসেনের সাথে বিরোধ চলছিল।

সোমবার রাতে কামাল হোসেন ব্যাক্তিগত কাজে বাড়ি বাইরে আসেন। এরপর তাকে স্বাধীনসহ বেশ কয়েক জন মিলে ছুরিকাঘাত ও পিটিয়ে গুরুতর জখম করে মুন্সিগঞ্জ জেহালা এলাকার প্রতিজ্ঞা নার্সিং হোমের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো: আহসানুল হক বলেন, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। আঘাতের চিহৃ রয়েছে। মৃত অবস্থায় নিহতের স্বাজনরা হাসপাতালে নিয়ে আসে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ তদন্ত মো: আব্দুল আলিম বলেন, হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এখনও মামলা হয়নি। অভিযুক্তদের আটকে পুলিশের একাধিক দল কাজ করছে। জমিজমা সংক্রান্ত বিরোধ অথবা অন্য কোন ঘটনা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram