১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থিদের ট্র্যাক দেখালেন ডুসা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ৯, ২০২২
77
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা সরকারি কলেজে অনুষ্ঠিত হয়ে গেল একাদশ-দ্বাদশ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব আলমডাঙ্গা (উটঝঅঅ) এর আয়োজনে সরকারি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।


অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা রাখা হয়। যেখানে ভর্তিচ্ছুরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসার সভাপতি সাইফুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি কলেজের প্রভাষক শরিফুল ইসলাম, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক শফিউল আলম বকুল, এরশাদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলমডাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান মুকুল ।

এছাড়াও উপস্থিত ছিলেন ডুসার সাধারণ সম্পাদক শাহীন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রোকনুজ্জামান ইমন, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, তথ্য ও প্রচার সম্পাদক ওয়াসির আল মাসতুর রিয়েল, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক রামিসা আনজুম, সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ আহমেদ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হাবিবুর রহমান ও ডুসার অন্যান্য সদস্যরা। শিক্ষার্থীদের পাশাপাশি আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষকরা ও শিক্ষার্থীদের অভিভাবকও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ডুসা নেতৃবৃন্দ আগামীতে চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে ডুসা পাশে থাকার এবং তাদের মঙ্গলের জন্য কাজ করে যাবার অঙ্গীকার করেন।

এ সময় সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে সহায়তা করার জন্য ডুসার পক্ষ থেকে ডুসার প্রধান পৃষ্ঠপোষক পুলিশের এআইজি মীর আবু তৌহিদ ( পুলিশ হেডকোয়ার্টার) কে ধন্যবাদ জানানো হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram