৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সামাজিক দায়িত্ব পালনের অঙ্গিকার করলেন এসএসসি ২০০৮ - এইচএসসি ২০১০ ব্যাচ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ৮, ২০২২
65
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা উপজেলার এসএসসি ২০০৮ -এইচএসসি-২০১০ ব্যাচের পুনর্মিলন অনুষ্ঠানে সামাজিক দায়িত্ব পালনের অঙ্গিকার করলেন অংশগ্রহণকারীরা।


আলমডাঙ্গা ভেটেরিনারি ট্রেইনিং ইন্সটিটিউশনে অনুষ্ঠিত ওই পূণর্মিলনী অনুষ্ঠানে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এরশাদপুর একাডেমী, আলমডাঙ্গা সরকারি কলেজ, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়, ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়, খাসকররা মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।


ভিটি আই অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু। বন্ধু ২০০৮ ব্যাচ সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও এরশাদপুর একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক রহমান মুকুল।


বন্ধু ’০৮ এর সাধারণ সম্পাদক লিমন হোসেন ও প্রচার সম্পাদক নাজনীন আক্তার মিরার উপস্থাপনায় মতবিনিময়সভায় প্রত্যেক বিদ্যালয়ের পক্ষে একজন করে প্রতিনিধি বক্তব্য রাখেন।


পরে সকল বন্ধু মিলে মধ্যাহ্ণভোজে মিলিত হন। এসময় প্রিয় শিক্ষকদের সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ উজ্জ্বল হোসেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram