১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গাছ কাটা দেখতে গিয়ে মাথায় ডাল পড়ে শিশুর মৃত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ৭, ২০২২
87
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গায় গাছের ডাল মাথায় পড়ে রাহুল আহমেদ (১১) নামের এক শিশু মারা গেছে। ৭ মে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামজামি গ্রামের ইরিগেশন খাল পাড়ে এ দুঘটনা ঘটে।


আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম এ সংবাদের সত্যতা নিশ্চিন্ত করেছেন।
মৃত রাহুল আহমেদ জামজামি গ্রামের রবিউল ইসলামের ছেলে। সে জামজামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।


এলাকাসূত্রে জানা যায়, গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের ইরিগেশন খাল পাড়ের কিছু গাছ সম্প্রতি নিলাম করা হয়েছে। নিলামে গাছ ক্রয় করেছে জামজামির রিপন শাহ। সেই গাছ কাটা চলছে। মৃত শিশুটি অন্যান্য শিশুর সাথে সেখানে গাছ কাটা দেখতে যায়। এসময় গাছের একটি ডাল ভেঙে তার মাথার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram