৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার উদয়ন ০৮ বন্ধু সংগঠনের ঈদ পূনর্মিলনী ও প্রবীন শিক্ষক আফিল উদ্দিনকে সংবর্ধনা প্রদান

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ৬, ২০২২
76
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা উপজেলার এসএসসি ব্যাচ-২০০৮“র উদয়ন ০৮ বন্ধু সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও প্রবীন শিক্ষক আফিল উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৪ মে আলমডাঙ্গা সরকারি কলেজের হলরুমে পুনর্মিলনী অনুষ্ঠান ও প্রবীন শিক্ষক আফিল উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়।

ঈদ পুনর্মিলন ও সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে উপস্থিত হয়। অনুষ্ঠানের শুরুতে সরকারি কলেজ চত্তর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রবীন শিক্ষক আফিল উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলার এসএসসি ব্যাচ উদয়ন ০৮ সংগঠনের সভাপতি শোয়েব আনজুম জিহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রাক্তন সিনিয়র শিক্ষক ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি আফিল উদ্দিন।

ওয়াকিল ও শিপ্রার উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সাগর, রিতু, সোহাগ, জুয়েল, কামরুল সোহাগ, পিয়াস, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, কপোত, মজিবুল, মুস্তাফিজ, মুসলিম, সজিব, মতিয়ার রহমান, তৌহিদ, তুহিন, জেমস, জামিল, সীমা, রুবাইয়া, লামিয়া, ঝুমুর, রুমা, সাথী, বিথী, নিলুফাসহ উদয়ন ০৮ বন্ধু সংগঠনের শতাধিক বন্ধু । পরে বান্ধবীদের বালিশ খেলা ও বন্ধুদের বল নিক্ষেপ খেলা এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram