আলমডাঙ্গায় বন্ধু সংগঠন ব্লুসম গার্ডেনের ঈদ পূণর্মিলনী

আলমডাঙ্গায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এসএসসি-৮৭ ব্যাচের বন্ধু সংগঠন ব্লুসম গার্ডেনের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপি আলমডাঙ্গার সরকারী কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির উপস্থাপনায় আলোচনা সভা শুরু হয়।
এরপূর্বে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে বন্ধুরা পুরানো দিনের স্মৃতি রোমন্থন করে বক্তব্য রাখেন। এ সময় কলেজের ৮ নং হলরুমে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। দুপুরে মধ্যান্ত ভোজের পর শুরু হয় র্যাফেল ড্র।বিকেলে পুরস্কার বিতরণের পর এ অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান, এ্যাড : মাজেদুর রহমান, সুরেশ আগরওয়ালা,খন্দকার মহাবুবুল করিম উজ্জল, বিজেশ কুমার রামেকা,ফিরোজ ইফতেখার, প্রশান্ত বিশ্বাস, আবু খয়ের সন্টু, রাশেদুল ইসলাম, আমিনুল ইসলাম লিন্টু, মিজানুর রহমান, সীমা, মিতা, বিথি, কাজলী, নান্নি, পাখি, রানু, মুক্তা, গোলাম মুক্তাদির বিদ্যুৎ, জয়নাল আবেদীন, রবিউল ইসলাম, চান্দু কোহিনুর, পিয়াল, আমিনুল, মহন, অঞ্জন, ইসমাইল, মজনু প্রমুখ।