আলমডাঙ্গায় শতাধিক অসহায় পরিবারকে ঈদ উপহার দিলেন লিজেন্ড বাংলাদেশ এসএসসি ২০০০ ব্যাচ
লিজেন্ড বাংলাদেশ এসএসসি ২০০০ ব্যাচের আলমডাঙ্গা শাখার আয়োজনে শতাধিক অসহায় পরিবারের হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন।
“মানবতার কল্যাণে আমরা, একটু হাসি পোটাবার চেষ্টায় পাশে আছি- লিজেন্ড বাংলাদেশ এ ¯স্লোগানকে সামনে রেখে ২ মে আলমডাঙ্গায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করেন।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা লিজেন্ড গ্রæপের সভাপতি চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মারুফুল ইসলাম, আলমডাঙ্গা লিজেন্ড গ্রæপের সেক্রেটারী ও অগ্রণী ব্যাংক রাধাকান্তপুর শাখার অফিসার ইশতেশাম মোহাম্মদ সোহেল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, অগ্রণী ব্যাংককের সিনিয়র অফিসার শাহিন, রাজিব, মামুন, জাহাঙ্গীর, লিংকন, রয়েল মনা, মোস্তফা, অ্যাড. রাসেল, আকরাম, সাব্বির, বাবু, সোহেল, ফিরোজ, লালন, হাবিব, মকবুল, রেজাউল, রিয়াজুল, শাপলা, কল্পনা, রেহেনা পরভীন, জোবায়দা, আরিফ, লুৎফর, জব্বার, মজিবর সহ শতাধিক বন্ধু।