৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

হজে যেতে বয়সসীমা নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

প্রতিনিধি :
Masud Rana
আপডেট :
এপ্রিল ৩০, ২০২২
83
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মাসুদ রানা সৌদি আরব প্রতিনিধিঃসৌদি সরকারের নিয়ম অনুযায়ী এবার ৬৫ বছরের কম বয়সী ব্যক্তিরাই কেবল হজ পালন করতে পরবেন। বয়সসীমা নিয়ে হজযাত্রীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়শুক্রবার (৩০ এপ্রিল) হজযাত্রীদের বয়সসীমা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

এতে বলা হয়, ২০২২ সালের (১৪৪৩ হিজরি) হজে ৬৫ বছর (পাসপোর্ট অনুযায়ী যাদের জন্ম তারিখ ১৯৫৭ সালের ১ জুলাই এবং পরবর্তী সময়ে) এর কম বয়সী ব্যক্তিই কেবল হজ পালনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলোচাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন বলে ইতোমধ্যে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। করোনাভাইরাস মহামারিতে সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে গত দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram