আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এমপি ছেলুন জোয়ার্দ্দারের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের দ্রুত সুস্থ্যতা কামনায় আলমডাঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল বুধবার বেলা ১২টার দিকে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এমপি ছেলুন জোয়ার্দ্দারের দিল্লির রাজেন্দ্রনগরের মাল্টি স্পেশালিটি হসপিটাল স্যার গঙ্গরাম হাসপাতালে সফল অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
দোয়া অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে সহকারী শিক্ষক হাসিনুর রহমান, আশরাফুল ইসলাম, শহীদুল আলম, নজরুল ইসলাম, সমীর কুমার সাহা, আলী কদর, রাম কুমার সাহা, মিজানুর রহমান, মাজেদুর রহমান, বিশ্বজিৎ পাল, সেলিম হোসেন, গুলশানারা, শামীমা ইয়াসমিন, মাসুমা খাতুন, কাবেরী সুলতানা, রিনা খাতুন, পারুল আক্তার, আফরিন সুলতানা, অন্নপূর্ণা সরকার, কুলসুম খাতুনসহ সকল কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করে মাওলানা লুৎফর রহমান।