আলমডাঙ্গায় শিক্ষক সমিতির আয়োজনে এমপি ছেলুন জোয়ার্দ্দারের সুস্থ্যতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের দ্রুত সুস্থ্যতা কামনায় আলমডাঙ্গায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার বাদ আছর আলমডাঙ্গা বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আলমডাঙ্গা উপজেলার শাখার আয়োজনে উপজেলা শিক্ষা অফিসের হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এমপি ছেলুন জোয়ার্দ্দারের দিল্লির রাজেন্দ্রনগরের মাল্টি স্পেশালিটি হসপিটাল স্যার গঙ্গরাম হাসপাতালে সফল অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
আলমডাঙ্গা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা। বিশেষ অতিথি ছিলেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর জামাল হোসেন, সহকারি শিক্ষা অফিসান শামীম সুলতান, আশরাফ-উল-আলম, হুমায়ন কবীর, রফিকুল ইসলাম, জি.এম কামাল হোসেন, রশিদুল ইসলাম।
শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধারন শিক্ষক আশরাফুল আলমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রাতমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মধ্যে হারেছ উদ্দিন , জাকির হোসেন, রকিবুস সালেহীন, আমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক মোল্লো ফেরদৌস রিজভী, আব্দুল মজিদ, সাইদুর রহমান প্রমুখ।