আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। ২৪ এপ্রিল রবিবার কালিদাসপুর রেল গেট ও পৌর এলাকার লাল ব্রীজের নিচে দুই প্রতিষ্ঠানে অভিযান জরিমানা করেন।
জানাগেছে, চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ আলমডাঙ্গায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি,পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ভোজ্য তেলসহ পণ্য বিক্রি করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী সংরক্ষণ এবং পরিবেশনের অপরাধে অভিযান চালানো হয়।
অভিযানে কালিদাসপুর রেলগেটের বিশ্বাস স্টোরে ভোজ্য তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যেসহ নানা অপরাধে দোকানের মালিক জিল্লুর রহমান বিশ^াসকে ১০ হাজার ও লাল ব্রীজ রোডের জান্নাত স্টোরের মালিক রশিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় মেয়াদোত্তীর্ণ পণ্য গুলো ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালতে সহযোগিতায় ছিলেন থানার এএসআই হাবিব, এএসআই মেহেদিসহ সঙ্গীয় ফোর্স।