১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চিকিৎসা শেষে দীর্ঘদিন পর বাড়ি ফিরেছে নাগদাহর হতদরিদ্র দুই ভাই

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ২৩, ২০২২
68
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

প্রতিবেশীর হামলার শিকার হয়ে প্রায় এক মাস চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে আলমডাঙ্গার নাগদাহ গ্রামের দরিদ্র দুভাই চান্নু ও রজব আলী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পরিবার দুটিতে চরম অভাব। ঈদে তাদের পরিবারে শুধু অপূর্ণতার আফসোস আর হতাশা বিরাজ করছে।


ছাগলে ক্ষেত খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবেশী চান্নু ও তার ভাই রজব আলীকে মেরে জখম করেছে নাগদাহ গ্রামের প্রভাবশালী জামাল আলী। জামাল আলীর ছাগলে প্রতিদিন চান্নুর ক্ষেত খাইতো। তার প্রতিবাদ করায় জামাল চান্নু ও তার ভাই রজব আলীকে কুপিয়ে রক্তাক্ত করে।


দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও অসহায় দু পরিবারকে নির্যাতক করতে ছাড়েনি প্রভাবশালী জামাল আলী। জামালের মামা শীতল আলী ভ্যুক্তভোগী দু পরিবারের গিয়ে চড়াও হয়ে মামলা তুলে নিতে নানা হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram