১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ৩ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ১৭, ২০২২
68
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ৩ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। ১৭ এপ্রিল দুপুরে আলমডাঙ্গা শহরের জুতাপট্টির সৌখিন কসমেটিস ও রিয়াদ কমপ্লেক্সের সমাহার এবং জিনাস কসমেটিসে এ জরিমানা করেন।


জানাগেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ আলমডাঙ্গা বাজারে কসমেটিস্, ফলমূল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় আলমডাঙ্গা জুতাপট্টির সৌখিন কসমেটিস্রে মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এরপর শহরের মাছ বাজারের সংলগ্ন রিয়াদ কমপ্লেক্সের সমাহার কসমেটিস ও জিসান কসমেটিসে ৫ হাজার করে দুটি ১০ হাজার টাকা জরিমানা করেন। মোট তিনটি প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন ও আলমডাঙ্গা থানার এসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram