আলমডাঙ্গার মাধবপুর শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
আলমডাঙ্গার মাধবপুর শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায় দরিদ্র রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজ পর ডাউকি ইউনিয়নের মাধবপুর গ্রামবাসী ও প্রবাসীদের সহযোগীতায় ১০৩টি পরিবারের মাজে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এটি একটি সেচ্ছাসেবী মূলক প্রতিষ্ঠান।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গোস্বামী দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আখতার হোসেন, ক্যাশিয়ার আমদ আলী, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল খালেক।
সংগঠনের সাধারন সম্পাদক জামাল উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সিদ্দিক আলী, কলিম উদ্দিন, আশাবুল, আব্দুল হামিদ, ইসলাম, সোহেল, মতিয়ার প্রমুখ। ইফতার সামগ্রীতে আলু, মিসরি, আটা, চোলা, মুড়ি ও খেজুর দেওয়া হয়।