আলমডাঙ্গায় জাকজমকপূর্নভাবে বাটা শো-রুম উদ্বোধন
আলমডাঙ্গায় জাকজমকপূর্নভাবে বাটা শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় শহরের আলিফ উদ্দিন সড়কের মাছ বাজার সংলগ্ন সমৃদ্ধ বাটা শোরুমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন যৌতভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর ও বাটা শোরুমের স্বত্তাধিকারী মতিয়ার রহমান ফারুকের পিতা মজিবর রহমান। এ সময় শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন সাবেক আলমডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধার সাবেক পৌর মেয়র এম সবেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, বাটার জেলা ম্যানেজার শহিদুল ইসলাম, সায়েম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, সাবেক প্রচাার সম্পাদক মাসুদ রানা তুহিদ, পৌর আওয়ামীলীগের সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম, বণিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন, ক্যাশিয়ার আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, প্রবাসী মতিয়ার রহমান মতি, আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমান, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আলহাজ শেখ আশাদুল হক মিকা, আশিকুজ্জামান অল্টু, সোহানুর রহমান, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, অ্যাড. মোখলেছুর রহমান, প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী আমজেদ হোসেন, রফিকুল মিয়া, জহুরুল মিয়া, আমিনুল ইসলাম ঘেটু, মীর শফিকুল ইসলাম, ইমদাদুল হক হিমেল, কবীর সহ কয়েক শতাধিক মানুষ।
শোরুম উদ্বোধনের আগে এটিম মাঠে মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কাজী ওমর ফারুক।