আলমডাঙ্গায় গাঁজার গাছসহ গাঁজাচাষী বিনোদপুর গ্রামের রাজিব হোসেন আটক
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোদী অভিযান চালিয়ে দুটি গাঁজার গাছসহ গাঁজাচাষী বিনোদপুর গ্রামের রাজিব হোসেনকে আটক করেছে। ১২ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যার দিকে বিনোদপুর গ্রামে অভিযান চালিয়ে রাজিব হোসেনের কলার জমিকে দুটি গাঁজা গাছ উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।
জানাগেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের বিনোদপুর পূর্বপাড়ার আবজাল হোসেনের ছেলে রাজিব হোসেন(৩০) দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে আসছে। সম্প্রতি সে তার নিজ কলার জমির এক কোনায় দুটি গাজা গাছ লাগিয়ে বড় করছে। ১২ এপ্রিল মঙ্গলবার বিকালে আলমডাঙ্গা থানার এসআই স্বপন কুমার সরকার, এসআই সুফল কুমার, পিএসআই ইউসুফ ও এএসআই তুহিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রাজিব হোসেনের কলা বাগানে অভিযান চালায়।
এসময় কলা বাগান থেকে রাজিবকে আটক করে। আটকের পর তাকে জিজ্ঞাসা করলে সে স্বীকার করে তার জমিতে সে দুটি গাঁজাগাছ চাষ করছে। আটকের পর গাঁজা গাছসহ তাকে থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।