আলমডাঙ্গায় এনএটিপি ফেজ- ২ প্রকল্পের সিআইজির সদস্য খামারীদের মধ্যে বিভিন্ন প্রদর্শণীর উপকরণ বিরতণ
আলমডাঙ্গায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্যাম ফেজ-২ প্রকল্পের আওতায় সিআইজি সদস্যদের মধ্যে বিভিন্ন প্রদর্শণীর উপকরণ বিরতণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল মঙ্গলবার উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। এসময় তিনি বলেন, গত ২ বছরের মধ্যেই আমাদের দেশের প্রাণী সম্পদের ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। গত বছরের তুলনায় এবারের প্রাণী সম্পদ প্রদর্শনী অত্যান্ত জাকজমকপূর্ণ হয়েছে। আলমডাঙ্গায় করোনাকালীন সময়ে খামারীদের মাঝে প্রায় সাড়ে ৩ কোটি টাকা প্রণোদনা দিয়েছে সরকার। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেন, তোমরা উদ্যোক্তা হও। তিনি দেশব্যাপী উদ্যোক্তা তৈরিতে নানাভাবে কাজ করে যাচ্ছেন। কারণ একজন উদ্যোক্তা আরও ৫ জনের কর্মসংস্থানের সুযোগ সুষ্টি করতে পারে। দেশের মানুষের মুখে আমিষ ও প্রোটিনের যোগান দেওয়ার জন্য খামারিদের ভ‚য়সি প্রসংশা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা খ্যাত মঈন উদ্দিন, প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. শরীয়তুল্লাহ, ডা. বায়েজীদ খন্দকার । স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন খামারী আবু সায়েম রিপন, আবুল ফজর, হাবিবুর রহমান, শাহ আলম রাজু, আলম হোসেন,শ্রী সিবু দাস, লিয়াকত আলী, জাহানারা খাতুন, রিপন রানাসহ উপজেলার ১৫টি ইউনিয়নের ইউএমএস পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরন, গাভী পালন, ছাগল পালন, মুরগি পালন, বাককীপার পালনকারী ৪৫জন খামারী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এ ৪৫জন খামারীর মধ্যে উপকরণ বিতরণ করা হয়।