নানা কর্মসুচির মধ্যদিয়ে আলমডাঙ্গায় বাংলাদেশ জাতীয় স্কাউট দিবস পালন
‘প্রত্যেকে আমরা পরের তরে’ প্রতিপাদ্যে সামনে রেখে নানা কর্মসুচির মধ্যদিয়ে আলমডাঙ্গায় বাংলাদেশ জাতীয় স্কাউট দিবস পালন করা হয়েছে। ৮ এপ্রিল শুক্রবার আলমডাঙ্গা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে স্কাউট দিবস পালন করা হয়।
সকাল ১০টায় পতাকা উত্তোলন, কুইজ প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা স্কাউটের সভাপতি বাদেমাজু বাদল স্মৃতি একাডেমীর প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটের সভাপতি রনি আলম নূর।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্কাউটের কমিশনার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি বেলগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম মোল্লা, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, পাইলক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, স্কাউট লিডার রুবিদুর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আলম, ইউনিট লিডার মানোয়ার হোসেন, উপজেলা স্কাউটের রহমতুল্লাহ, মোল্লা ফেরদৌস রিজভী, আব্দুল মজিদ, আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম, ছায়া রানী, তুষার মুক্ত স্কাউট গ্রæপের তন্ময় কুমার বিশ^াস প্রমুখ। পরে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।