জীবনবীমা চুয়াডাঙ্গা অফিসে পেনশন পলিসির দাবীর চেক প্রদান
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ৮, ২০২২
130
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
জীবনবীমা চুয়াডাঙ্গা শাখা অফিসে পেনশন পলিসির মেয়াদোত্তর দাবীর চেক আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম টোটন জোয়ার্দ্দারের পেনশন বীমার মাসিক দশ হাজার টাকার অনুকুলে প্রায় চার লাখ সাতাশি হাজার একশ টাকার চেক প্রদান করা হয়।
শাখা ব্যবস্থাপক আমজাদ হোসেন এ চেক গ্রাহকের হাতে তুলে দেন।
এ চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক শাখা ব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক মালিক,উন্নয়ন অফিসার মকলেছুর রহমান, মাসুম আলী, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) শামসুদ্দিন প্রমুখ।