৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ২০২১-২২ অর্থ বছরের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারী অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ৭, ২০২২
83
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২১-২২ অর্থ বছরের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ(২য় পর্যায়) প্রকল্পের লটারী অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ হলরুমে ৪টি কাজের লটারী অনুষ্ঠিত হয়।


লটারী অনুষ্ঠানে উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর।

বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গীর আলম, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসিবুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমীন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস। এছাড়ার ঠিকাদারদের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকাদার ব্যবসায়ী আজিবার রহমান, সামসুল ইসলাম, আহাদ আলী মন্টু, আনোয়ার হোসেন, সাগর, জসিম উদ্দিন, ফরহাদ হোসেন, জাহিদুল ইসলাম বাবলু মিয়া প্রমুখ।


ভাংবাড়িয়া, জামজামী ও খাদিমপুর ইউনিয়নে প্রায় ৮০ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ৩টি রাস্তার এইচবিবি করণ। ডাউকি ইউনিয়নে প্রায় ৬২ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ২টি রাস্তার এইচবিবি করণ। বেলগাছী ও খাসকররা ইউনিয়নে প্রায় ৬২ লাখ ৯৭ হাজার টাকা ২টি রাস্তার এইচবিবি করণ। হারদী ও কুমারী ইউনিয়নে প্রায় ৭৫ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে ২টি রাস্তার এইচবিবি করণ কাজের লটারি অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram