সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে অৎকিতা সাহা স্নিগ্ধা
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ৬, ২০২২
186
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
আলমডাঙ্গার বিশিষ্ঠ চাউল ব্যবসায়ী অশোক সাহার নাতনী অৎকিতা সাহা স্নিগ্ধা মেডিকেলে ভর্তির সুযোগ অর্জন করেছে। সে আলমডাঙ্গার মাদ্রাসাপাড়ার সজল কৃষ্ণ সাহা(প্রধান শিক্ষক)“র প্রথম কন্যা।
সে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে জিপিএ ৫ নিয়ে জেএসসি ও এসএসসি এবং খুলনা সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ ৫ নিয়ে পাশ করে।
২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার মাধ্যমে সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। ভবিষ্যতে ১জন সুদক্ষ চিকিৎসক হয়ে সে নিজেকে দেশের সেবায় নিয়োজিত করতে পারে, সেজন্য সকলের নিকট আর্শিবাদ প্রার্থী।