৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার মাজহাট ও বেলগাছি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রয়ের অপরাধে দুই জনকে জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ৪, ২০২২
94
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার মাজহাট ও বেলগাছি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রয়ের অপরাধে দুই জনকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করেছে। ৪ এপ্রিল সোমবার দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


জানা গেছে, আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের মাজহাট গ্রামে পুকুর থেকে অবৈধভাবে পুকুর কেটে মাটি কেনাবেচা করার অভিযোগে আলমডাঙ্গার সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাজহাট গ্রামের হায়দার আলীর ছেলে মানিক বিশ্বাসকে বালুমহল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ অনুযায়ি ৫০ হাজার টাকা জরিমানা করে।

একইদিন বেলগাছি গ্রামের মাটি কেটে বিক্রির দায়ে অন্য একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ১ মাস কারাদন্ড প্রদান করা হয় । ভ্রাম্যমান আদালতের সহযোগিথায় ছিলেন ফাঁড়ি পুলিশের এস আই মোরসেদ আলমসহ সঙ্গিয় ফোর্স।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram