আলমডাঙ্গায় পরিত্যক্ত বাড়ি থেকে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার
আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়ার নিজেদের পরিত্যক্ত বাড়ি থেকে সাজ্জাদুল আলম চপলের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ এপ্রিল শুক্রবার দুপুরের দিকে স্থানীয় লোকজন ওই বাড়িতে লাশের গন্ধ পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়।
স্থানীয়রা জানান, আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়ার বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহেদ আলী গাজী পুলিশের ছোট ছেলে সাজ্জাদুল ইসলাম চপল (৪০) বেশ কয়েক বছর তার শ্বশুড়বাড়ি মেহেরপুর জেলার বাড়াদি গ্রামে বসবাস করতেন। সেখানে থেকে তিনি মেহেরপুর কোর্টের মহুরি হিসেবে কাজ করতেন। গত রবিবার শ্বশুড় বাড়ি থেকে স্ত্রী কোর্টে যাবার কথা বলে আলমডাঙ্গায় চলে আসে। তারপর আর শ্বশুর বাড়িতে না ফিরলে তার স্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন।
এদিকে চপলের স্ত্রী জানান, সর্বশেষ তার স্বামীর সাথে গত বুধবার সন্ধ্যায় মোবাইল ফোনে কথা হয়েছিল। এরই এক পর্যায়ে গতকাল শুক্রবার দুপুরের দিকে আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়ার স্থানীয় লোকজন লাশের গন্ধ পেয়ে বাড়ি মালিক মরহুম শাহেদ আলী গাজীর বড় ছেলে বাবুকে জানায়, তাদের পরিত্যক্ত বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। বাবু বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়ির গেট খুলে দেখেন ঘরের সামনে গলায় দড়ি দেওয়া চপলের ঝুলন্ত লাশ। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, জানতে পেরেছি সে ছিল মাদকাশক্ত। পারিপার্শিক অবস্থা বিবেচনায় ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে । লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।