আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ১, ২০২২
218
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বেলিয়া খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ নিজ বাড়িতে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার রেল স্টেশনের অদুরে লাল ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলিয়া খাতুন(৫১) আলমডাঙ্গা পৌর এলাকার রেলকলোনিপাড়ার জাহাঙ্গীর আলমের স্ত্রী।
জানা যায়, বেলিয়া খাতুন ও তার স্বামী জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে গ্রামে গ্রামে ভিক্ষাবৃত্তি করে বেড়ায়। জাহাঙ্গীরের একটি হাত নেই। বেলিয়া খাতুন কানে কম শোনে। তার ভিক্ষাবৃত্তি শেষে বাড়ি ফেরার সময় লাল ব্রীজের কাছে পৌছায়। রেললাইন পর হওয়ার পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামি ডাউন মেইল মহানন্দ ট্রেনে ধাক্কা লাগে । এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।