প্রতারণা করে ছোট ভাইয়ের জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে
মেয়ের জন্মনিবন্ধন কাগজ ঠিক করে দেওয়ার কথা বলে ভোটার আইডি কার্ড নিয়ে ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে আপন ভাইয়ের ২০ লক্ষাধিক টাকার জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আলমডাঙ্গার কামালপুরের ইবাদুল হকের বিরুদ্ধে। এ বিষয়ে বাদী হয়ে সর্বশান্ত শাহাবুল হক আলমডাঙ্গা থানায় ভাই ও তার ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, কামালপুর গ্রামের মৃত সোবারেক মন্ডলের ছেলে ইবাদুল হক ও শাহাদুল হক। গত ৭ ফেব্রুয়ারি বড় ভাই ইবাদুল হক ছোট ভাই শাহাদুল হককে বলেন যে তোমার মেয়ে সুমনার জন্মনিবন্ধন কার্ড ভুল আছে সংশোধন করতে হবে। সংশোধনের জন্য তোমার ভোটার আইডি কার্ড আর ছবি লাগবে। ভোটার আইডি কার্ড ও ছবি নিয়ে আলমডাঙ্গা উপজেলার ভেতর চলে এসো। বড় ভাইয়ের কথা মত ছোট ভাই আলমডাঙ্গা উপজেলা চত্বরে গেলে তার নিকট থেকে ভোটার আইডি কার্ড ও ছবি নিয়ে নেওয়া হয়। পরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।
স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার ঘটনায় সন্দেহ হয় ছোট ভাইয়ের। ঘটনাটি তিনি গ্রামের ঘনিষ্ঠ কয়েকজনকে জানালে তারা রেজিস্ট্রি অফিসে খোঁজ নিতে পরামর্শ দেন। খোঁজ নিয়ে জানতে পারেন কুমারী মৌজার ৭০ নং খতিয়ানভূক্ত ১৭.৫৭ শতক জমি প্রতারণা করে রেজিস্ট্রি করে নিয়েছে। যার দলিল নং ৮৯০। জমির মূল্য দেখানো হয়েছে মাত্র ৩ লাখ ৬০ হাজার। অথচ, প্রকৃতপক্ষে ওই জমির মূল্য ২২ লাখ টাকা।