বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরন উপলক্ষে মেলা, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা
বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরন উপলক্ষে মেলা, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ বিকেল সাড়ে ৩ টার দিকে আলমডাঙ্গা উপজেলা মঞ্চের উন্নয়ন মেলা, পুরস্কার বিতরন ও আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান¡ আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার, উপজেলা কৃষি সম্প্র্রসারন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মৎস কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম।
সাংস্কৃতিক ব্যাক্তত্ব শামিম রেজার উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গির আলম, ইউআরসি ইনেস্ট্রাক্টর জামাল হোসেন, সমবায় কর্মকর্তা মমোতা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা বায়োজিত খন্দকার, বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমিন, পরিবার পরিবার পরিকল্পনা অফিসের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মঞ্জুরুল ইসলাম বেলু, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, মৎস সম্প্রসারন কর্মকর্তা আব্দুল মালেক, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, সহকারি শিক্ষক মোল্লা ফেরদৌস রিজভী প্রমুখ। সভায় শ্রেষ্ট স্টল হিসেবে উপজেলা মৎস অফিস, দ্বিতীয় পরিবার পরিকল্পনা অফিস ও তৃতীয় উপজেলা তথ্য অফিসকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও মেলায় অংশ গ্রহন কারি সকল স্টলকে শান্তনা পুরস্কার দেওয়া হয়েছে।