হাটবোয়ালিয়ায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় স্কুল এন্ড কলেজ মার্কেটে ব্র্যাক ব্যাংক এজেন্ট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ২৭ মার্চ রবিবার বেলা ১১টার সময় হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ মার্কেটের ২য় তলায় ব্র্যাক ব্যাংক এজেন্ট শাখার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অল্টারনেট ব্যাংকিং চ্যানেল নাজমুর রহিম।
এ সময় বলেন ব্যবসা নয় সেবাকে সামনে রেখে আস্থার সাথে বিশ্বাসের প্রতীক হয়ে ডিজিটাল চিন্তা চেতনার ধারক ও বাহক হয়ে গ্রামের প্রতিটা প্রান্তে অবিরামস কাজ করে যাচ্ছে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং। হাটবোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব এজেন্ট ব্যাংকিং নাজমুল হাসান।
মাগুরা জেলা অফিসার মাহফুজুর রহমানের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শামীমা নাসরিন। রিজিওনাল কোঅর্ডিনেটর হেড অফিস মাহবুবুর আলম, টিমলিড খুলনা অঞ্চল নূর হোসেন, অফিসার মাগুরা জেলা অফিসার রুস্তুম আলী, ঝিনাইদহ জেলা অফিসার নাসিম রেজা মিল্টন, ঝিনাইদহ মাস্টার এজেন্ট আলমগীর কবির, মাস্টার এজেন্ট মেহেরপুর মিলন আহমেদ, ইয়াছির আরাফাত আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, নাসির উদ্দীন হাটবোয়ালিয়া ব্র্যাক ব্যাংক এজেন্ট শাখার এজেন্ট আশিকুর রহমান পান্না প্রমুখ।