হাটবোয়ালিয়ায় লাটাহাম্বা ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী গুরুতর জখম
হাটবোয়ালিয়া প্রতিনিধি : আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় অবৈধ ইঞ্জিত চালিত লাটাহাম্বা ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী গুরুতর জখম হয়েছে। ২৫ মার্চ শুক্রবার বেলা ২টার দিকে হাটবোয়ালিয়া চৌরাস্তার মোড়ে এঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলা ভোগাইল বগাদী গ্রামের মুনসুর আলীর ছেলে ইয়াসিন আলী(৪৫) মটরসাইকেল যোগে শশুরবাড়ি মানিকদিয়া যাচ্ছিল।
ইয়াসিন হাটবোয়ালিয়া চৌরাস্তার মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে দুর্লভপুর গ্রামের রইছদ্দীনের ছেলে জাব্বারুল ইসলাম অবৈধ ইঞ্জিত চালিত লাটাহাম্বা আসছিল। দ্রæতগতিতে চালিয়ে আসা অবৈধ ইঞ্জিত চালিত লাটাহাম্বারের সাথে মটর সাইকেলের মুখমুকি সংঘর্ষ লাগে। এসময় ইয়াসিন আলী পড়ে গিয়ে মারাত্মক জখম হয়। তাকে দ্রæত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অবৈধ ইঞ্জিত চালিত লাটাহাম্বা চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ গাড়িটি উদ্ধার করে ক্যাম্প হেফাজতে নিয়েছে বলে জানা যায়।