৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হাজারও শিক্ষার্থিকে শোকে আপ্লুত করে চির বিদায় নিলেন আলমডাঙ্গার জনপ্রিয় শিক্ষিকা সালেহা বেগম

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১৬, ২০২২
108
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


হাজারও শিক্ষার্থিকে শোকে আপ্লুত করে চির বিদায় নিলেন আলমডাঙ্গার জনপ্রিয় শিক্ষিকা সালেহা বেগম। ১৫ মার্চ বিকেল ৪ টায় তিনি আলমডাঙ্গা হাইরোডস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি মরহুম খন্দকার হাফিজুর রহমানের সহধর্মিণী, মুজিব বাহিনীর কমান্ডার কাজী কামালের বোন ও আলমডাঙ্গা প্রেসক্লাব সেক্রেটারি হামিদুল ইসলামের ভাবি।

তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মৃত্যুকেলে বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি বেশ কয়েক বছর বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।


প্রিয় শিক্ষিকার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য শহরে অবস্থানকারি প্রাক্তন শিক্ষার্থিরা তার বাড়িতে ছুটে যান। ছুটে যান প্রতিবেশি,আত্মীয় স্বজন,সহকর্মিরা।


পরে জানাযা শেষে রাত ১০ টার দিকে আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে দাফন করা হয়েছে।


মৃত্যুকালে ১ছেলে,২মেয়ে,আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram