১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহির মৃত্যু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১৬, ২০২২
83
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 



চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি মোজাম্মেল হক মোতা নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। মঙ্গলবার রাতে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা আছে।

নিহত মোজাম্মেল হক মোতা(৫৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার মৃত জুড়ান মন্ডলের ছেলে ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। আহত জাহিদ হাসান(৪৭) পোষ্টঅফিস পাড়ার শওকত আলির ছেলে।

জানা যায়, মঙ্গলবার বিকালে মোটরসাইকেল যোগে আলমডাঙ্গা উপজেলা শহরে ব্যবসায়িক কাজে যান দুই জন। কাজ সেরে রাতে বাড়ি ফেরার পথিমধ্যে মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে পৌছালে পিছন দিক থেকে আসা দ্রæতগামি একটি ট্রাক ধাক্কা দেয়। মোটরসাইকেলের দুই আরোহি ছিটকে পাকা রাস্তায় পড়ে রক্তাক্ত জখম হয়।

পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল হক মোতাকে মৃত ঘোষণা করেন। আহত জাহিদকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram