আলমডাঙ্গা কুমারি ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
আলমডাঙ্গা কুমারি ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ বিকালে কুমারি বাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আমিনুল ইসলাম বিল্লালকে সভাপতি, জাহিদুল ইসলামকে সাধারন সম্পাদক ও আশাদুল হককে সাংগঠনিক সম্পদাক করে কুমারি ইউনিয়ন বিএনপির ৫১ সদস্য কমিটি ঘোষনা করা হয়।
সম্মেলনে কুমারি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বিল্লালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ইসরাফ হোসেন, বোরহান উদ্দিন, আনিসুর রহমান, ডা. আলা উদ্দিন, রেজাউল হক, আলি হোসেন, ওহিদুল ইসলাম, আইলহাস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওহাব মাস্টার, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান মধু, সুন্নত আলী।
ছাত্রদল নেতা রহিদুজ্জামান রহিদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহব্বায়ক নাজিম উদ্দিন মোল্লা, বিএনপি নেতা বিল্লাল মাস্টার, হান্নান মিয়া, যুবদল নেতা আবু তাহের, সেলিম, দেশ বাচাও, মানুষ বাচাও কমিটির সভাপতি জাহিদ, যুগ্ম আব্বায়ক লিটন, ছাত্রদল নেতা সবুজ, রুমান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক সোহেল রানা, রাসেল পারভেজ প্রমুখ।