আলমডাঙ্গায় মাদক সেবনের অপরাধে গোবিন্দপুর মাঠপাড়ার রিয়াজের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড
আলমডাঙ্গায় মাদক সেবনের অপরাধে গোবিন্দপুর মাঠপাড়ার রিয়াজের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ৮ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ভ্রাম্যমান আাদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন(১৯) বেশকিছু দিন ধরে মাদক দ্রব্য সেবন করে আসছে। মাদক দ্রব্য কেনার টাকার জন্য মাঝে মাঝে বাড়িতে পিতা-মাতার সাথে খারাপ আচারন করতে থাকে। ৮ মার্চ দুপুরে মাদক সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই সুফল কুমার ও এএসআই আব্দুল কুদ্দুস অভিযান চালিয়ে আটক করে। আটকের পর রিয়াজের নিকট থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
পরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে রিয়াজ উদ্দিনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।