আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারি অধ্যাপক আবু হাসান( বাচ্চু) আর নেই
আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারি অধ্যাপক আবু হাসান( বাচ্চু) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি……রাজিউন। তিনি ৭ মার্চ আনুমানিক রাত ১১ টা ৩০ মিনিটের সময় তার নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৬ বছর।
জানাগেছে, আলমডাঙ্গা শহরের থানাপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আফাজ উদ্দিন মিয়ার ১০ ছেলে-মেয়ের বড় আবু হাসান বাচ্চু। তিনি আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারি অধ্যাপক ও পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। আলমডাঙ্গা সরকারী কলেজ থেকে ২০১৮ সালের জানুয়ারী মাসে অবসর গ্রহণ করেন।
আবু হাসান বাচ্চু দীর্ঘদিন ধরে স্কাউটের সাথে যুক্ত ছিলেন। তিনি চুয়াডাঙ্গা রোটার স্কাউট দলের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অবসর গ্রহনের কিছুদিন পর থেকে নানা রোগে ভুগছিলেন। ৭ মার্চ সোমবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।
আবু হাসান বাচ্চুর মৃত্যুর খবরে রাতেও শুভাকাংখীরা এক নজর দেখতে তার বাড়িতে ভীড় করেন। তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্য শুভাকাংখি রেখে গেছেন। আবু হাসান বাচ্চুর আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন তার পরিবার। আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষকদের পক্ষ থেকে মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।
৮ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় দারুস সালাম ঈদগাহ ময়দানে জানাযা নামাজ শেষে দাফন করা হবে।