আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গায় আওয়ামীলীগের দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভা করলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ৬মার্চ বরিবার বেলা ১১টার দিকে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন তিনি।
এসময় তিনি বলেন, মার্চ মাসকে জাতীয় দিবসের মাস বলা যায়। কারণ এই মাসের ১৭ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমারন জন্ম গ্রহন করেছিলেন। আমরা আমাদের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন স্মরণ রাখার জন্য জাতীয় শিশু দিবস পালন করি। ৭ মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস । ১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী ঠান্ডা মাথায় নিরস্ত্র, নিরপরাধ ও ঘুমন্ত বাঙালিদের ওপর হত্যাযজ্ঞ চাালিয়েছিল। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালে ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তনি বাহিনীর হাতে আটকের আগেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে ‘স্বাধীন’ ঘোষণা করে দেশবাসীর উদ্দেশ্য একটি বার্তা পাঠান। যা ইপিআরের ওয়ারলেস বার্তায় প্রচার করা হয় তার স্বাধীনতার ঘোষণা।
উপজেলা আাওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ^াস, বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক পৌর আওয়ামীলীগের সভাপতি আবু মুসা, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপেেজলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোল্লা কামরুজ্জামান শামীম, হারদীর সাধারন সম্পাদক আইনাল হক, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সম্পাদক সাইরাজ মেহেদী লাভলু, যুবলীগ নেতা আসাদুজ্জামান টুটুল, সৈকত খান, কলেজছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, পৌর ছাত্রলীগের সম্পাদক নাাহিদ হাসান তমাল, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা টিটন, শিহাব, রঞ্জু প্রমুখ।