তালাকের পরও পূর্বের সতীনের দেওয়া অপবাদ নিয়ে সমাজে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন হাটবোয়ালিয়ার যুবতী শারমিন

তালাকের পরও পূর্বের সতীনের দেওয়া মিথ্যা অপবাদ নিয়ে সমাজে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামের এক যুবতী ও তার পরিবার। জানা যায়, হাটবোয়ালিয়া গ্রামের শারমিন আক্তারের গত বছর বিয়ে হয়েছিল চর বোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহর ছেলে তরিকুল ইসলামের সাথে।
এ বিয়ের পূর্বেও তরিকুল ইসলামের আরেকটি স্ত্রী ছিলো। বনিবনা না হওয়ায় প্রথম স্ত্রী ইভা খাতুন স্বামীর সংসার ছাড়লে তরিকুল শারমিন আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন। এদিকে, দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রী স্বামীর সাথে বিরোধ মিটিয়ে নিয়ে স্বামীর বাড়ি চলে আসেন। এমতাবস্থায়, দ্বিতীয় স্ত্রী শারমিন আক্তার স্বামীকে বিয়ের ৩ মাসের মাথায় মিউচুয়াল ডিভোর্স দেন গত বছর সেপ্টেম্বর মাসে। এরপর থেকে শারমিন আক্তার বাপের বাড়িতে থাকেন।
কিন্তু প্রথম স্ত্রী ইভা খাতুন পরিকল্পিতভাবে গ্রামে প্রচারণা চালাচ্ছে যে শারমিন আক্তারের এখনো সাবেক স্বামীর সাথে সম্পর্ক রয়েছে। তার গর্ভে সন্তান। এমন জঘন্য মিথ্যা অপপ্রচারে শারমিন আক্তার ও তার পরিবার সমাজে হেয় হচ্ছেন। বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। এ ব্যাপারে শারমিন আক্তার পুলিশ সুপারের নিকট সুষ্ঠু পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।