আলমডাঙ্গায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ সকাল ১০টায় “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এ ¯েøাগানে নিয়ে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা পৌর প্যানেল মেয়র-১ কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা প.প কর্মকর্তা হাসানুজ্জামান খান, প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ইউআরসি ইন্সটেক্টর জামাল উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, বিআরডিব অফিসার সায়লা সারমিন, তথ্য কর্মকর্তা, ¯িœগ্ধা দাস, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান,হারদী মীর সামছুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সাগর, আলমডাঙ্গা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক সাঈদ হিরোন, আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক শরাফাত হোসাইন রাসেল, সহকারি শিক্ষক মানোয়ার হোসেন, আলমডাঙ্গা সরকারী কলেজ, আলমডাঙ্গা পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।