আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বিষ প্রয়োগ করে ১০ টি কুকুর হত্যার অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের সোনাতনপুরে পাওরুটির সাথে বিয়ে দিয়ে ১০ টি পোষা কুকুর ও একটি বিড়াল হত্যার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীরা বলেন গত ৩ দিন ধরে পাওরুটির সাথে বিষ মিশিয়ে রাস্তায় ছড়িয়ে রাখছে সে।
মা কুকুর অনেক গুলো বাচ্চা কুকুর মারা গেছে। মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের সোনাতনপুর গ্রামের মুনতাজ আলীর ছেলে সাত্তার, মৃত কাংগালি মন্ডলের ছেলে শাহীন, মৃত জাকির আলীর ছেলে আবু সাত্তার, মৃত ফরজ মন্ডলের ছেলে শফি, মৃত লোকমান হোসেনের ছেলে নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, গত ৩ দিন ধরে সোনাতনপুর গ্রামের মৃত মোকসেদ মন্ডলের ছেলে সার ও কীটনাশক ব্যবসায়ী আব্বাস আলী (৪৫) পাওরুটির সাথে বিষ মিশিয়ে বিষ দিয়ে আমাদের বাড়ির পোষা কুকুর হত্যা করে।
তার মধ্যে বেশ কিছু মা কুকুর ও বাচ্চাসহ একটি বিড়াল রয়েছে। এব্যাপারে জানতে চাইলে আলমডাঙ্গা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহীল কাফি বলেন, কোন ভাবেই প্রাণী হত্যা করা যাবেনা। দোষী ব্যক্তির বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। জানতে চাইলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, বিষ প্রয়োগে প্রাণী হত্যার সুযোগ নেই। এবিষয়ে বন বিভাগ ও প্রাণী সম্পদ কর্মকর্তা ব্যবস্থা নেবে।