আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে চালিয়ে দুই প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা করেছেন। ২৭ ফেব্রæয়ারী বেলা চুয়াডাঙ্গা ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ আলমডাঙ্গা জামজামি রোডে ও ডাউকি গ্রামে এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা শহরের হাউসপুর এলাকায় জামজামি সড়কে মেসার্স আতিয়ার ট্রেডার্স দীর্ঘ কয়েক বছর ধরে সার ও কীট নাশকের ব্যবসা করে আসছে। রবিবার বেলা ১১ টার দিকে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সঙ্গীয় ফোর্স নিয়ে মেসার্স আতিয়ার ট্রেডার্সে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।
এসময় মেসার্স আতিয়ার ট্রেডার্সে মেয়াদ উত্তীর্ণ সার- কীটনাশক বিক্রর ও সারের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তাধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ এবং ৫১ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করেন। পরে মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলো জব্দ করে ধ্বংস করে দেওয়া হয়। এরপর ডাউকি গ্রামের মেসার্স ইমন চানাচুর ফ্যাক্টারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তেরী ও চানাচুর প্যাকেটে মোড়কীকরণ বিধি লংঘন করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে আলমডাঙ্গা থানার এএসআই মাসুমসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।