আলমডাঙ্গার পানের হাটে পূর্বশত্রুতার জেরধরে হামলার ঘটনা ঘটেছে
আলমডাঙ্গার পানের হাটে পূর্বশত্রুতার জেরধরে হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪/৫জন আহত হয়েছে। এক হামলাকারিকে পান ব্যবসায়ীরা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
জানাগেছে, আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর গ্রামের কয়েক যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীতে করোনার টিকা দিতে যায়। সেখানে হারদী গ্রামের কয়েক যুবকের সাথে গোবিন্দপুর গ্রামের যুবকদের হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার সুত্রধরে গতকাল গোবিন্দপুরের যুবকরা শহরের লালব্রিজ এলাকায় হারদীর যুবকদের দেখতে পায়। এসময় তারা দলে ভারী হয়ে হারদীর যুবকদের মারার পরিকল্পনা করে।
এটা বুঝতে পেরে হারদীর যুবকরা পাশ^বর্তী পানের হাটে ঢুকে পড়ে। সংঘবদ্ধ গোবিন্দপুরের যুবকরা পানের হাটে ঢুকে তাদের উপর হামলা করতে গেলে পান ব্যবসায়ীরা প্রতিরোধ গড়ে তোলে। এসময় হামলাকারিদের সাথে পান ব্যবসায়ীদের মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারিরাসা ৪/৫জন আহত হয়। হামলাকারিদের সবাই পালিয়ে গেলেও গোবিন্দপুর চেয়ারম্যান পাড়ার শাকিল নামের এক যুবককে পান ব্যবসায়ীরা আটকে ফেলে। পরে আাহত শাকিলকে পুলিশের হাতে তুলে দেয় পান ব্যবসায়ীরা।