লাইসেন্সবিহীন ব্যবসা চালিয়ে যাওয়ার অপরাধে আলমডাঙ্গায় দুই ইট ভাটায় ২ লাখ করে ৪ লাখ টাকা জরিমানা
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ২৩, ২০২২
130
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
লাইসেন্সবিহীন ব্যবসা চালিয়ে যাওয়ার অপরাধে আলমডাঙ্গার শহিদুল ইসলামের যমুনা ব্রিক্স ও বাবুর এমএসবি –কে দুই লাখ করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী এ জরিমানা করা হয়। সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা প্রদান করেন। ২২ ফেব্রুয়ারি বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, আলমডাঙ্গার অধিকাংশ ইটভাটাই লাইসেন্সবিহীন ব্যবসা করে আসছে। এসব লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটায় প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করা হচ্ছে।