১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলমডাঙ্গায় চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ২১, ২০২২
126
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রত্যূষে আলমডাঙ্গা শহীদ মিনারে পুষ্পমাল্যার্পণ, প্রভাতফেরি ও শহীদ মিনার চত্বরে আলোচনানুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন ও আবৃতি অনুষ্ঠানের আয়োজন হয়। প্রত্যূষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আলমডাঙ্গা থানা প্রশাসন, আলমডাঙ্গা সরকারী কলেজ, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ, আলমডাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এরশাদপুর একাডেমী, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাইট মডেল স্কুল, আল ইকরা ক্যাডেট একাডেমী, আলমডাঙ্গা প্রি ক্যাডেট, আলমডাঙ্গা কলেজিয়েট স্কুল, শিশু নিকেতন, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি ও মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ প্রভাতফেরিসহ পুষ্পমাল্য অর্পণ করে। অন্যদিকে, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়, পাঁচলিয়া মাধ্যমিক বিদ্যালয়, হারদী মীর শামসুদ্দিন আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে দিনটি নানা কর্মসূচী পালনের খবর জানা গেছে।


আলমডাঙ্গা শহীদ মিনারে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজি মারজাহান নিতু, সহকারী কমিশনার ভ‚মি রেজুওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা মইন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডাঃ হাদী জিয়াউদ্দিন আহম্মেদ সাঈদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার হোসেন শহীদ সরোওয়ার্র্দী প.প কর্মকর্তা হাসানুজ্জামান, মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নাহার আখি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা। সাংস্কৃৃতিক ব্যক্তিত্ব শামীম রেজার উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো, আলইকরা মডেল স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন প্রমুখ। উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা শেষে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


এদিকে দুপুরে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা মডেল রিসোর্স সেন্টারে আলোচনা সভায় ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম ও এরশাদপুর জামে মসজিদের খতিব হাজী মো: আবুল বাশার, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার হাফেজ মাওলানা ওমর ফারুক, মাসাবা সেবক আব্দুর রহিম। ফিল্ড সুপার ভাইজার আক্তারুজ্জামানের উপস্থাপনায় দোয়া পরিচালনা করেন গোবিন্দপুর আদদীন জামে মসজিদের সহজ কুরআন শিক্ষক হাফেজ মো: মারফত আলী।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram