এমপি ছেলুন জোয়ার্দ্দারের সাথে সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের সৌজন্য সাক্ষাত
আলমডাঙ্গার সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যরা চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাত করেছেন। ১৪ ফেব্রæয়ারী সোমবার সন্ধ্যায় এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের বাসভবনে ম্যানেজিং কমিটির সদস্যরা ৪ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এ শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাত করেন।
এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যে দায়িত্ব পেয়েছেন তার অক্ষরে অক্ষরে পালন করবেন। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করতে যা যা প্রয়োজন তা করবেন। খেয়ার রাখবেন কোন শিক্ষার্থী যেন বিদ্যালয় থেকে ঝড়ে না যায়। মাদকের দিকে ধাবিত না হয়। আপনারা বিদ্যালয়ের সকল শিক্ষার্থী অভিভাবক। বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলাসহ নানা রকম প্রতিযোগীতার আয়োজন করবেন। তাহলে শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসা যাওয়া করবে।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের ক্রিড়া সম্পাদক সাবেক ৩ বারের বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম ইসলাম মুহিদ, ঝিনাইদহ সদর উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক রেজাউল হক তবা, শেখপাড়া গ্রামের হাজী আজিজ মন্ডল, আঃ হামিদ, ইউপি সদস্য সাঈদ, শহর আলি, হারদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহাবুল হক, ৯ নং ওয়ার্ডের সেক্রেটারি- জাহামত আলী, হাফিজুর মাষ্টার, আঃ সালাম, আঃ সামাদ, বামানগর গ্রামের সাহাবুদ্দিন, রইস উদ্দিন, কাজল, শাহাবুল হক, জাবাইরুল, গোপালদেয়াড় গ্রামের নাসির উদ্দিন, কালাম, বাঁশবাড়িয়ার ওয়ার্ড সেক্রেটারি আঃ মালেক, আব্দুর রাজ্জাক, অভিভাবক সদস্য রাইদুল হক, আঃ ওহাব, জাম্বিয়া খাতুন, আমির হোসেন, মহাবুল, রুবেল, দাতা সদস্য আকরাম মাষ্টার সহ এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সকল শিক্ষকবৃন্দ।