আলমডাঙ্গায় বেনাপোল এক্সপ্রেসে কাটা পড়ে বয়োবৃদ্ধ মেঘনাল ব্যাধ নিহত
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ১৪, ২০২২
118
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
আলমডাঙ্গা রেল ষ্টেশনের অদূরবর্তি বেনাপোল এক্সপ্রেসে কাটা পড়ে বয়োবৃদ্ধ হরিজন সম্প্রদায়ের মেঘনাল ব্যাধ নিহত হয়েছে। ১৩ ফেব্রæয়ারি বেলা সাড়ে ৩টার দিকে বেলাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসে কাটা পড়ে মেঘনাল ব্যাধ নিহত হয়।
জানাগেছে, আলমডাঙ্গা রেল ষ্টেশনের ব্যাধ কলোনীর মৃত টিপনি ব্যাধের ছেলে মেঘনাল ব্যাধ(৭৫) রেললাইনের উপর বসে ছিল। বেলা সাড়ে ৩টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস আলমডাঙ্গা রেলষ্টেশন ক্রস করে হর্ণবাজালে মেঘনাল ব্যাধ লাইনের উপর থেকে সরে যাওয়ার চেষ্টা করে। দ্রæত সরতে গিয়ে তার গলায় থাকা গামছা পায়ে বেধে লাইনের উপর পড়ে যায়।
এসময় বেনাপোল এক্সপ্রেসে কাটা পড়ে মেঘনাল ব্যাধ নিহত হয়। পরে পরিবারের লোকজন তার লাশ রেললাইনের উপর থেকে নামিয়ে নিজবাড়িতে নিয়ে যায়। সন্ধ্যায় মেঘনালের লাশের শেষকার্য সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।