আলমডাঙ্গার আঠারোখাদার যুবকের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ৯, ২০২২
70
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গার আঠারো খাদা গ্রামের যুবক আলম বাদশার বিরুদ্ধে ১ম শ্রেণীর এক স্কুল ছাত্র বলাৎকারের অভিযোগ উঠেছে। ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরের দিকে বাড়াদি ইউনিয়নের আঠারোখাদা ব্যাকা মাঠে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্কুল ছাত্রের পিতা বাদি হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের আঠারো খাদা গ্রামের এক দিনমজুরেরর স্কুল পড়ুয়া ছেলে বাড়ির পাশে খেলা করছিল । এ সময় প্রতিবেশি সাইদুল ইসলামের ছেলে আলম বাদশা (১৬) বাচ্চাটিকে মাঠে ঘাস কাটতে নিয়ে যায়।
আলম বাদশা বাড়াদি ব্যাকা মাঠের ভুট্রা খেতে জোরপূর্বক বলাৎকার করে বলে অভিযোগ ওঠে। শিশুটি চিৎকার করলে তার গলায় ঘাস কাটা কাঁচিয়া দিয়ে ভয় দেখায়।
বলাৎকারের ঘটনার বিষয়টি জানতে গেলে শিশুর পরিবারের লোকজনকে হুমকি দেয় সাইফুল ও পরিবারের লোকজন।