বেলগাছিতে প্রতিপক্ষের হামলায় ১০ জন নারীপুরুষ আহত ঘটনায় উভয়পক্ষের ২ জন আটক

আলমডাঙ্গার বেলগাছি গ্রামে প্রতিপক্ষের হামলায় দুপক্ষের ১০ জন নারীপুরুষ আহত ঘটনায় দুপক্ষের ২ জনকে আটক করেছে। দুপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে ৭ ফেব্রæয়ারী সোমবার এ দুই জনকে আটক করেছে।
জানা যায়, আলমডাঙ্গার বেলগাছি গ্রামে দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। ইতোপূর্বে বিভিন্ন সময়ে তাদের ভেতর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পক্ষের নেতৃত্ব দিয়ে আসছে ভয়ঙ্কর বোমা কালাম। অন্যপক্ষে জাফর ও সলোক নেতৃত্ব দিয়ে আসছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বোমা কালামের পূর্বের একটা দায়ের করা মামলার সমন পেয়ে প্রতিবেশী প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা ছুটে যান বোমা কালামের বাড়ি। বিতর্কের এক পর্যায়ে বোমা কালাম পক্ষের উপর জাফর পক্ষ হামলা করে। পরে উভয়পক্ষের হামলায় দুপক্ষের ১০ জন রক্তাক্ত জখম হন।
এ ঘটনায় দুপক্ষের দুজন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে আলমডাঙ্গা থানা পুলিশ বোমা কালামের ভাই সেন্টুকে ও জাফর পক্ষের রিয়াজ উদ্দিনের ছেলে নুরুকে আটক করেছে।