বেলগাছিতে প্রতিপক্ষের হামলায় ১০ জন নারীপুরুষ রক্তাক্ত জখম
আলমডাঙ্গার বেলগাছি গ্রামে প্রতিপক্ষের হামলায় দুপক্ষের ১০ জন নারীপুরুষ রক্তাক্ত জখম হয়েছেন। এক পক্ষের মামলার সমন পেয়ে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের উপর এ হামলার সময় উভয় পক্ষের ১০ জন রক্তাক্ত জখম হন।
জানা যায়, আলমডাঙ্গার বেলগাছি গ্রামে দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। ইতোপূর্বে বিভিন্ন সময়ে তাদের ভেতর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পক্ষের নেতৃত্ব দিয়ে আসছে ভয়ঙ্কর বোমা কালাম। অন্যপক্ষে সলোক ও জাফর নেতৃত্ব দিয়ে আসছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বোমা কালামের পূর্বের একটা দায়ের করা মামলার সমন পেয়ে প্রতিবেশী প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা ছুটে যান বোমা কালামের বাড়ি। বিতর্কের এক পর্যায়ে বোমা কালাম পক্ষের উপর জাফর পক্ষ হামলা করে। পরে উভয়পক্ষের হামলায় দুপক্ষের ১০ জন রক্তাক্ত জখম হন।
কালাম পক্ষে আহত হন কালাম ও তার দু ভাই সেন্টু ও ওল্টু, কালামের স্ত্রী পারভীনা খাতুন, মা জাহানারা, ও ওল্টুর স্ত্রী সাবিনা খাতুন।
অন্যপক্ষে, জাফর পক্ষে আহত হয়েছেন আব্দুল মান্নানের দু ছেলে জাফর আলী ও নফর আলী, মৃত সিতাব্দীর দু ছেলে তাজু ও পান্না। আহতদের ৬ জন হারদী স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকী ৪ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
এ দু পক্ষের দীর্ঘ দিনের শত্রুতা মীমাংসা করার জন্য বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।